<![CDATA[
অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের আগে হোলি খেলায় মেতেছিলেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। তাদের সেই মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অজি ক্রিকেটারদের হোলি খেলার ছবি।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্টিভ স্মিথ, লাবুশেনরা গায়ে রঙ মেখে একাকার। তাদের সেসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চাও হচ্ছে বেশ।
আরও পড়ুন: বৃহস্পতিবার শেষ টেস্ট খেলতে নামছে ভারত-অস্ট্রেলিয়া
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত প্রথম দুই টেস্ট জিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। নাগপুরে প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্টেও জয় পায় টিম তারা। রোহিত শর্মারা অরুণ জেটলি স্টেডিয়ামে প্যাট কামিন্সদের হারিয়েছিল ৬ উইকেটে।
দিল্লি টেস্টের পরেই কামিন্স ফিরে যান দেশে। অসুস্থ মায়ের দেখভাল করার জন্য কামিন্স আর ইন্দোর টেস্টে খেলতে পারেননি। তার পরিবর্তে সাবেক অধিনায়ক স্মিথ অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলান। তার নেতৃত্বে অজিরা ঘুরে দাঁড়ায় ইন্দোরে। ৯ উইকেটে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায়। তৃতীয় টেস্টের মতো চতুর্থ টেস্টেও একই ফলের আশা সফরকারীদের।
আরও পড়ুন: সফল অস্ত্রোপচার, কবে মাঠে ফিরবেন বুমরাহ
অন্যদিকে এই টেস্ট জিতেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট সংরক্ষণ করতে মরিয়া। ভারত জিততে না পারলে ভাগ্য ঝুলে থাকবে শ্রীলঙ্কা ও নিউজিল্য়ান্ডের মধ্যকার দুই ম্যাচের সিরিজের ওপর।
]]>
The publish After Kohli, this time, Auji cricketers celebrated Holi gave the impression first on TheTopDailyNews.