<![CDATA[
কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের চাপায় মাওলানা আব্দুল কাইয়ূম (৪৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮ টার দিকে কিশোরগঞ্জ-চামড়া সড়কে দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল কাইয়ূম ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের মাওরা গ্রামের কারী ওমর আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলায় মুদি ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি স্থানীয় একটি মসজিদের ইমামতি করতেন।
আরও পড়ুন: ছাগলকে ঘাস খাওয়ানোর সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত
স্বজনরা জানান, নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন মাওলানা আব্দুল কাইয়ূম। পথে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাইয়ূমকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
]]>
The put up Autorickshaw passenger killed by tractor in Kishoreganj seemed first on TheTopDailyNews.