<![CDATA[
‘সিনিয়র-জুনিয়র’ বিরোধের জের ধরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দুপক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পকেট গেইট এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।
জানা যায়, রেস্টুরেন্টের খাবার টেবিলে সিনিয়র-জুনিয়র বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে এ ঘটনায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ক্যাম্পাসে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষ আবারও ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করে মারামারিতে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: কেন্দুয়ায় ফুটবল ও কেরাম খেলা নিয়ে পৃথক সংঘর্ষ, নিহত ২
এদিকে মারামারিতে জড়ানো ছাত্রলীগের একপক্ষের নেতা নজরুল ইসলাম নাঈম অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে হলে অবস্থান করছেন। মারামারির ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছেন।
আরেক পক্ষের নেতা মোহাইমেনুল ইসলাম নুহাশ ক্যাম্পাসের বাহিরে অবস্থান করলেও তার অনুসারীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। মারামারির বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিলেটে মাটি কাটা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
এ ঘটনায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে বারবার চেষ্টার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
ভারপ্রাপ্ত প্রক্টর ইকবাল হোসাইন সুমন বলেছেন, দুপক্ষের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
]]>
The publish Clash between two sides of Chhatra League in Nobiprabi, 20 injured seemed first on TheTopDailyNews.